অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় কোস্টগার্ডের সতর্ক বার্তা প্রচার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

২৫৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় আজ শনিবার সকাল থেকে ঘুমোটা আবহাওয়া বিরাজ করছে। আকাশে ঝলমলে রোদ ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। মেঘনা নদী এখনো শান্ত অবস্থায় রয়েছে। এছাড়া ঘুর্নিঝড় রেমাল এর তেমন কোন প্রভাব পড়ে নি।
এদিকে ঘুর্নিঝড় দুর্যোগ মোকাবেলায় ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা আজ সকালে তুলাতুলি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় জেলেদের ও নদীর তীরবর্তী মানুষ কে নিরাপদে থাকার জন্য সতর্ক বার্তা প্রচার করেছে । অপরদিকে  আজ শনিবার সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে।
ভোলা জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এস এমন দেলোয়ার হোসাইন জানান, ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় তাদের সিপিবি ভলান্টিয়ারদের প্রস্তুতি রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রান সামগ্রী বরাদ্দ রয়েছে।