অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


রাত পোহালেই লালমোহনের এক ইউপিতে নির্বাচন, কেন্দ্রে গেল সরঞ্জাম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

১৮৭

লালমোহন প্রতিনিধি : রাত পোহালেই ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বিহীন নির্বাচনী অন্যান্য সরঞ্জাম নিয়ে যার যার কেন্দ্রে যান। শনিবার ভোরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পৌঁছানো হবে ব্যালট পেপার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের দিন মাঠে তিনটি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ৯টি মোবাইল টিম, ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
জানা গেছে, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ইউপি সদস্য পদে ২৬জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। শনিবার ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৫জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৬৮৫জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৩৯০জন।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি; ধলীগৌরনগর ইউনিয়নবাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।