অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ৩ উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২৪ রাত ১২:৪৭

remove_red_eye

২৪৯

 

মোঃ ইসমাইল ।।ভোলায় উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার সকাল ৮ টায় একযোগে জেলার তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় সম্পন্ন হয়েছে। ভোলা সদর, বোরহানউদ্দিন এবং দৌলতখান এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকালে ভোলা সদরের কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। তবে দুপুরে পর কেন্দ্র গুলোতে প্রায় ভোটার শূন্য ছিল। মঙ্গলবার সকালে ভোলা আলিয়া মাদ্রাসা কেন্দ্র, চর সামাইয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও উত্তর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারের দীর্ঘ লাইন। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটার স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন।

 ভোলার সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোটার বাদশা মিঞা ওরফে বাসু মেম্বার(৭১) বলেন, ভোটের পরিবেশ খুবই সুন্দর, সহজেই পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। কোনো সমস্যা হয়নি। পথে কোন বাধা দেওয়া হয়নি। 

একই কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার আব্দুল ওয়াদুদ বলেন, তিনিও বিনা বাধায়, সুন্দর, সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন। এমন সুন্দর পরিবেশে অনেক দিনই ভোট দেননি। 

এ কেন্দ্রের আরেক ভোটার সামসুল হক বলেন, তিনি বিনা বাঁধায় কেন্দ্রে এসেছেন কেউ বাধা দেয়নি। 

চর সামাইয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের ৪ হাজার ৫৩৫ ভোট।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রশিদ খান বলেন একেন্দ্রে সকল এজেন্ট উপস্থিত আছে, সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, কোন সমস্যা নেই। 

 তিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

ভোলার এই তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৬৪৭ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮৪১জন।