অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


শেষ দিনের প্রচারনায় সরগরম ছিলো ভোলার নির্বাচনী মাঠ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ রাত ১১:২৭

remove_red_eye

২২৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারনা শেষ। তাই শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোলার ৩ উপজেলায় ৩৭ প্রার্থী শেষ দিনেও ছিলেন ভোটের মাঠে। উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে। নির্বাচনী প্রচারনায় শেষ দিনেও ভোলার ৩ উপজেলা ছিলো সরগরম। বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা উঠান বৈঠক আর গন সংযোগে ব্যস্ত সময় পার করেন।  ভোলা সদর উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন ও চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম রবিবার সন্ধ্যায় ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার,নাছির মাঝিসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করে তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এ সময় দলে দলে নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেয়। অপর দিকে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস ও উড়োজাহাজ প্রতীকের  আলী নেওয়াজ পলাশ ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় বিভিন্ন এলাকার আশে পাশের মানুষ গনসংযোগে অংশ নেয়। এসময় মোটরসাইকেল  ও  উড়োজাহাজ প্রতীকে ভোট দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও মহিরা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পৃথক ভাবে গনসংযোগ করেছেন। অপর দিকে দৌলতখান ও বোরহানউদ্দিনের চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শেষ মুহুর্তেও প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করেছেন।