অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


চরফ্যাশন মনপুরা উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

২২৯

চরফ্যাশন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন যারা।

তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন আখন,চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী ফিরোজ  প্লাবণ, দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহে আলম খোকন, তার বোন শাহিদা আক্তার বেনু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম বাচ্চু, ও জাপা নেতা শহিদুল ইসলাম সোহেল। ভাইস চেয়ারম্যান পদে মোঃ সাদেক মিয়া ও আবদুল্লাহ আল নোমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা আকতার মিলা ও হাসিনা আক্তার মনোনয়ন দাখিল করেছেন।

অপরদিকে-
মনপুরা উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন,অলিউল্লা কাজল শাহরিয়ার চৌধুরী দীপক, জাকির হোসেন,সিদ্দিকুর রহমান।

মনপুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন। আব্দুর রহমান রাশেদ মোল্লা, সালাউদ্দিন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান  ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। পারভীন আক্তার রেবু,আমেনা বেগম ও ইয়াসমিন জাহান মিনু। 

চরফ্যাশন  ও মনপুরা উপজেলা নির্বাচনে ২০ মে প্রতীক বরাদ্দ হলে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচার প্রচারণা শুরু করবেন।