অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুলাই ২০২৪ | ১২ই শ্রাবণ ১৪৩১


ভোলায় তিন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৪ বিকাল ০৫:০৯

remove_red_eye

১৩৫

ভোটারদের মনজয় করার চেষ্টা এলাকায় নির্বাচনী আমেজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের ২য় ধাপে ভোলার ৩টি উপজেলার নির্বাচনে প্রতীক বরাদ্ধ পাওয়ার সাথে সাথেই বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারনায় মাঠে নেমে পড়েছে। প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে তাদের মনজয় করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এ সময় এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সবর্ত্রই এখন আলোচনা চলছে,কে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হবে । কার জনপ্রিয়তা কেমন,ব্যবহার ভাল,সৎ ,কার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব এমন নানা চুলচেরা বিশ্লেষন করছে এখন ভোটাররা। এতে করে নির্বাচনী এলাকা ভোলার সদর,দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা সরগম হয়ে ওঠে।
বৃহস্পতিবার (০২ মে)  বেলা ১২টার দিকে ভোলা জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন   ভোলা সদর , দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে  প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।  ভোলা সদর উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোঃ মোশারফ হোসেনকে আনারস,মোঃ ইউনুসকে মোটরসাইকেল এবং মোঃ ইউসুফকে  দোয়াত কলম প্রতীক বরাদ্ধ দেন। আনারস প্রতীক বরাদ্ধ পেয়ে ভোলা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন শহরে প্রচারনা শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে গনসংযোগ করে আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। অপর দিকে দৌলতখান উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন। তাদের মধ্যে  মামুনুর রশীদ চৌধুরীকে হেলিকপ্টার, মোঃ আনোয়ার হোসেনকে আনারস,মোঃ ইয়াসিনকে মোটরসাইকেল, আনিসুর রহমান বাবুলকে দোয়াত কলম এবং মোঃ মনজুর আলম খানকে কাপ পিরিজ মার্কা বরাদ্ধ দেয়া হয়।  বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করবেন। তাদের মধ্যে মোঃ রাসেলকে কাপ পিরিজ,আবুল কালাম কে দোয়াত কলম,মোঃ জাফর উল্লাহকে আনারস এবং মোঃ মোস্তাফিজুর রহমান কে মোটরসাইকেল মার্কা প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এসময় প্রার্থীরা ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে মোটরসাইকেল প্রতীক বরাদ্ধ পেয়ে ভোলা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো:ইউনুস বিকালে তার বাসার সামনে উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারনা শুরু করবেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম ও আলী নেওয়াজ পলাশসহ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা ফেরদৌস, সালেহা আক্তার চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, , রাবেয়া বসরীসহ অন্যান্য প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। এছাড়াও দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রার্থীরাও প্রতীক পেয়ে প্রার্থীদের কাছে ভোটের জন্য ছুটে যাচ্ছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে,এ নির্বাচনে  তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩টি পদে মোট ৩৮ জন প্রার্থী  প্রতিদ্ব›িদ্বতা করছেন। যার মধ্যে ভোলা সদর উপজেলায় প্রার্থী ১৪ জন, দৌলতখান উপজেলায় ১৩ জন এবং বোরহানউদ্দিনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ১১জন। আগামী ২১শে মে  জেলায় এ তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের শুরুতে রিটার্নিং অফিসার মোঃ জাহিদ হোসেন তিন উপজেলার সকল প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী বিধিমালাগুলো তুলে ধরেন। একই সাথে নির্বাচনী আচরণবিধি মেনে সকল প্রার্থীদের প্রচার প্রচারনা চালানোর কথা বলেন।





ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

আরও...