অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৩৬

remove_red_eye

২৫৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বুথের উদ্বোধন করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এরআগে উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাসুমা বেগম, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।