অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন ১৪৩১


ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

১৬৯

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় জেলায় গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহে অস্থির জনজীবন। ঘরে বাইরে অসহ্য গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে মৃদু তাপ প্রবাহের প্রভাব পড়ছে সর্বত্র।  বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ফুটপাতের  ধারের দোকানি, সাধারণ পথচারীরা বেশি ভোগান্তিতে পড়েছে । হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা।
প্রখর রোদের উত্তাপে লোকজন প্রয়োজন ছাড়া খুব কম ঘর থেকে বের হচ্ছে। রোদের হাত থেকে রক্ষা পেতে  অনেকেই ছায়ায় আশ্রয় নিচ্ছেন।কেউ কেউ আবার ছাতা ব্যবহার করছে। দুপুরের দিকে শহরের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ছে।
এদিকে বৈশাখের শুরু থেকেই তীব্র দাবদাহে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা পানির চাহিদা বেড়েছে। ঠান্ডা পানির লেবুর শরবতসহ বিভিন্ন শরবতের দোকানগুলোতে ভিড় বাড়ছে। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে কেউ কেউ আবার নদীতে গোসল করছে দলবেঁধে।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মদ মনির হোসেন জানান, জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ হয়ে যাচ্ছে।  আজ মঙ্গলবার  দুপুর ১২ টায় ভোলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ও তার আগের দিন রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।  
শহরের নতুন বাজার এলাকার অটো রিকশা চালক ইব্রাহিম ও মহাসিন বলেন, বারোটার পর থেকে শহরে লোকজন কমে যায়। তাই তাদের ভাড়া কম পাওয়া যায়। বিকেলের পর থেকে আবার বের হয় মানুষজন। গরমে রিকশা চালাতে  কষ্ট হয় বলে জানান তারা।
গাজীপুর সড়কের জজ কোর্টের সামনে ঠান্ডা পানির লেবুর শরবত বিক্রেতা হাবলু বলেন, গত কয়েক দিনের তীব্র গরমে তার শরবত বিক্রি বেড়েছে। দৈনিক ৫’শ থেকে ৬’শ গ্লাস শরবত বিক্রি হয়।  
জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান বলেন, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডায়রিয়া রোগীদের সংখ্যা বাড়ছে। তবে তা ব্যাপক আকারে নয়। জেলায় এখন পর্যন্ত হিট স্ট
কোন  মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই জনসাধারণ বাইরে বের হলে সাথে ছাতা ও স্যালাইন যুক্ত পানি রাখার পরামর্শ দেন তিনি। একই সাথে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তীব্র  গরমে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।





গ্রামীন জন উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটি গঠন

গ্রামীন জন উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটি গঠন

দৌলতখানে পৌন দুই কেজি ওজনের  ইলিশের দাম ৭ হাজার টাকা

দৌলতখানে পৌন দুই কেজি ওজনের ইলিশের দাম ৭ হাজার টাকা

ভোলার কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় কর্মশালা অনুষ্ঠিত

ভোলার কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় জীবন  দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের সময় ১৭‌টি ড্রেজার ও বাল্ক‌হেডসহ ৩৭জন আটক

ভোলায় অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের সময় ১৭‌টি ড্রেজার ও বাল্ক‌হেডসহ ৩৭জন আটক

ভোলার মেঘনায় কার্গো জাহাজ থেকে অপহৃত ক্র উদ্ধার

ভোলার মেঘনায় কার্গো জাহাজ থেকে অপহৃত ক্র উদ্ধার

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করবো: ড. ইউনূস

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করবো: ড. ইউনূস

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

প্রধান উপদেষ্টা আগামীকাল ডিসি সম্মেলন উদ্বোধন করবেন

প্রধান উপদেষ্টা আগামীকাল ডিসি সম্মেলন উদ্বোধন করবেন

আরও...