অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় রাজহংস লঞ্চে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ রাত ১০:৩৮

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা-ল²ীপুর নৌ রুটে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১৫ এপ্রিল (সোমবার) দুপুরে ২ হাজার টাকা জরিমানা করেছে। লক্ষীপুরগামী রাজহংস লঞ্চ এর দ্বিতীয় শ্রেণির মাস্টারের সনদপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ‚ঞা এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, সোমবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি বিষয়ে মনিটরিং করা হয়।