অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ইলিশা ঘাটে ঈদের আনন্দ যেন না হয় বিষাদের কারন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৪ রাত ০৯:১৫

remove_red_eye

৪৩৭

শফিক খাঁন,: দক্ষিণের জেলা ভোলা সহ বৃহত্তর বরিশালের একমাত্র প্রবেশদ্বার ইলিশা ঘাট। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে এ ঘাটে বেড়েছে যাত্রীদের আগমনি ভীড়। ঈদ যত নিকটে আসছে যাত্রীদের ভীড়ও ততটাই বৃদ্ধি পাচ্ছে এই ঘাটে।
তবে  ঈদের আনন্দ বিষাদে পরিনত হওয়ার শঙ্কা রয়েছে এ রুটে চলাচল করা বেশ কিছু নৌ যানে।
নৌযানগুলোতে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত ঢাকা - ভোলা নৌ রুটের দুইটি লঞ্চকে জরিমানা করেছেন ইতিমধ্যে ।
জেলা প্রসাসসনের পক্ষথেকে যাত্রী সেবায়  সকল ধরনের নিরাপত্তা জোরদার করলেও থেমে নেই নৌযান গুলোর অতিরিক্ত যাত্রী বহন করা।
অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে আগন্তুক  সাধারণ যাত্রীদের সল্প সময়ে নিরাপত্তার সাথে নিরাপদে গন্তব্যে পৌছাতে ফ্রী বাস সার্বিসের ব্যাবস্থা করা হয়েছে।
বিগত বছরের চাইতে এবার ঈদুল ফিতরের ছুটির সাথে যুক্ত হয়েছে পহেলা বৈশাখের সাধারণ ছুটিও। দুইটি ছুটি একত্রিত হওয়ায় এবারের ঈদে ভোলায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।
এদিকে সরেজমিন ভোলার ইলিশা ঘাটে দেখা যায় অতিরিক্ত যাত্রী নিয়েই নৌযান চলাচল করছে। উত্তাল মেঘনা ছোট ছোট অনিবন্ধিত নৌযানের কারনে ঈদের  আনন্দ হতেরপারে বিষাদের কারন। এমনটাই ধারণা করছেন যাত্রী সাধারণ।
ঈদ মানেই স্বজনের সাথে আনন্দ ভাগাভাগি করা। আর মুসলমানদের বছরের দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা । উৎসব দুটি স্বজনদের সাথে উৎযাপন করার লক্ষ্যে শেকড়ের টানে ঘরমুখো মানুষের ঢল ইতিমধ্যে শুরু হয়েছে নৌ পথ,ও সড়ক পথে।
দেশের দক্ষিণের জেলা ভোলা চারদিক নদী বেষ্টিত হওয়ায় কর্মব্যাস্ত শহর ঢাকা ও চট্রগ্রাম গ্রাম থেকে নিজ জেলা ভোলায় ফেরা কর্মজিবী মানুষের নদী পার হওয়া নতুন নয়। তবুও স্বজনের সাথে ঈদ করতে নৌ রুটে একটু ঝুঁকি থাকলেও থেমে নেই বাড়ি ফেরার স্বপ্ন।
তবে এবারের ঈদের আগে ও পরে ছুটি  বাড়তি মাত্রায় যোগ হওয়াতে বেড়েছে বাড়ি ফেরার আগমনী ঢল।
 এবার ঈদ আনন্দে  ঐচ্ছিক ৬ থেকে ৯ দিনের ছুটি। যা স্বাভাবিকভাবেই কর্মজীবী মানুষের মুখের হাসির কারণ হয়েছে।
মুসলমানদের ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলে এই দীর্ঘ ছুটির কারণে ঘরমুখো মানুষের ঢল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে চট্রগ্রাম থেকে ফেরা যাত্রীরা।
 ঈদুল ফিতরের  আর মাত্র দু’দিন বাকি। আর তাই নাড়ির টানে বাড়ি আসতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
 আজ ৮ এপ্রিল সোমবার  ভোলা ইলিশা  লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা এসব মানুষের ভিড় ছিলো লক্ষ্যনীয়।
কর্মব্যস্ত ঢাকা ও চট্টগ্রাম এই দুই নগরী থেকে কিছু দিনের জন্য হলেও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা সেই নিজ বাড়িতে ছুটে আসছেন এরা।
ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান সোনালী নিউজ কে বলেছেন,  যে সকল যাত্রী লঞ্চের কেবিন ভাড়া নেবে তাদের নাম পরিচয় মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে। লঞ্চঘাটে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশকে বিশেষ নজর রাখার নির্দেশনা দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।