অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


কাল থেকে রোজা শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

১২২৩

বাংলার কণ্ঠ ডেস্ক : শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে শনিবার (২৫ এপ্রিল)। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক  চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, ‘আমাদের এখানে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেটা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’