অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


লালমোহনে আত্মকর্মসংস্থানের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

২৪৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আইসিটি মন্ত্রণালয়ের অধিনে গরীব ও অসহায় ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থান উন্নয়নের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার উত্তর বাজারের স্মার্ট কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আগামী প্রজন্ম হবে স্মার্ট। স্মার্ট প্রজন্ম হতে হলে অবশ্যই সকলকে কম্পিউটারের উপর ব্যাপক ধারণা থাকতে হবে।
জানা গেছে, ১ মাস মেয়াদী মোট ৬টি ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবে ২০ জন করে।
লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীনের সভাপতিত্বে এ সময় লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।