অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক ১৪৩১


বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ : ওবায়দুল কাদের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:০০

remove_red_eye

১২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্ধিতাহীন ও হয়নি। দলটির নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে ভোটারের উপস্থিতি দেখা যায় না। আমরা জানি, ইউরোপসহ অনেক দেশে ভোটারের উপস্থিতি ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম হয়।
তিনি বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে। শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিনে তুষারঝড়ে ৩০ জন মারা গেছেন। এমন কোনো রাষ্ট্র নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, ইসরায়েল-গাজার যুদ্ধ তো চলছেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সংকট নিরসনে কয়েকমাস লাগবে, কিন্তু হামাসের ধ্বংস ছাড়া যুদ্ধ থামবে না।
সড়ক পরিবহনমন্ত্রী আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে।  শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। নির্বাচনের পরেও বিএনপি’র নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সুত্র বাসস





ভোলা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় শিক্ত হলেন গোলাম নবী আলমগীর

ভোলা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় শিক্ত হলেন গোলাম নবী আলমগীর

লালমোহনে আমন ক্ষেতে ইঁদুরের  আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

লালমোহনে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ড. ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি ইইউ’র

ড. ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি ইইউ’র

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে বিরত থাকুন :  নেতাকর্মীদের তারেক রহমান

জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে বিরত থাকুন : নেতাকর্মীদের তারেক রহমান

সব গ্রাহককে একসঙ্গে টাকা না তুলতে অনুরোধ: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

সব গ্রাহককে একসঙ্গে টাকা না তুলতে অনুরোধ: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

ড. ইউনূসের সঙ্গে শহিদ আবু সাঈদের দুই সহোদরের সাক্ষাৎ : খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ড. ইউনূসের সঙ্গে শহিদ আবু সাঈদের দুই সহোদরের সাক্ষাৎ : খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তা নেই: দেবপ্রিয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তা নেই: দেবপ্রিয়

আরও...