অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: প্রাণিসম্পদমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪৬

remove_red_eye

১২৪

নতুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গিকার।

সে ব্যাপারে আমি আশাবাদী। এ মন্ত্রণালয়কে কীভাবে আরও উন্নতর জায়গায় নিয়ে যাওয়া যায়, সেজন্য মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে।

 

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মৎ্যে ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমিষের সহজলভ্যতার জন্য এরই মধ্যে আলোচনা হয়েছে। টিসিবির মতো তার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন পণ্য ভ্রাম্যমাণ বিক্রি করার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সমুদ্রে মাছ আহরণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। এ মন্ত্রণালয়ের বিষয়ে বিস্তারিত বলতে হলে আমাকে আরও বুঝতে হবে৷ এরপর আমি বলতে পারবো।

 

সুত্র বাংলা নিউজ