অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


মুন্সীগঞ্জের গজারিয়ার মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা: আহত ১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

১৪২

জেলার গজারিয়ার বক্তারকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
দাউদকান্দিগামী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিনিবাসটি পুড়ে যায়। এতে আবু সুফিয়ান নামে এক যাত্রী আহত হন।
শনিবার রাত ১০টার দিকে কুমিল্লাগামী লেনে দুর্বৃত্তরা চলন্ত মিনিবাস থামিয়ে যাত্রীদের মারধর করে এবং মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে গজারিয়া ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই নারায়ণগঞ্জের মোগড়াপাড়া-দাউদকান্দি রুটের মিনিবাসটি পুড়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দাউ-দাউ করে আগুন জ্বলছিল। খবর পেয়ে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তের হামলায় আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অকটেন বা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান স্টেশন অফিসার রিফাত মল্লিক।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আকষ্মিক বিএনপির একটি মিছিল থেকে এ ঘটনা ঘটে। পুরো মহাসড়কে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান- যাত্রীবাহী বাসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সুত্র বাসস