অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ঝড়ে ইলিশা ফেরিঘাট বিধ্বস্ত, ২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ রাত ১০:১৭

remove_red_eye

৬৮৬

আমির হোসেন: নিন্ম চাপের প্রভাবে প্রচন্ড ঝড়ো বাতাস ও ঢেউয়ের আঘাতে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত হয়েছে। এতে করে গত ২ দিন ধরে  এতে দুই দিন ধরে ভোলা-ল²ীপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দুই পাড়ে প্রায় দেড় থেকে দুই শতাধিক মালবাহী পরিবহন আটকা পড়েছে।  চরম দুভোর্গে পরছেন  এই  রুটে ব্যবহারকারী যানবাহন চালকরা।
অপরদিকে মঙ্গলবার বিকেলে ঝড়ের কবলে পড়ে ল²ীপুর থেকে ১১টি মালাবাহী ট্রাক নিয়ে ছেড়ে ফেরি কিষাণী ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার মেঘনা নদীর চরে আটকে থাকা ফেরী বুধবার বিকালে উদ্ধার হয়েছে।বিধ্বস্ত ইলিশা ফেরিঘাটের লোওয়াটার মেরামতের পর বুধবার রাত ৯ টার দিকে ওই ফেরির যানবাহন আনলোড হয়েছে। তবে এখনো ফেরী চলাচল পুনরায় চালু হয়নি।

 জানাযায়, পণ্যবাহী গাড়ি বহনকারী ২ টি  ফেরি  মঙ্গলবার দুপুরে ভোলার উদ্দশ্যে ছেড়ে এসে ঝড়ের কবলে পড়ে চরে আটকে যায়।প্রায় ২০টি গাড়ি নিয়ে দুটি ফেরি প্রায় ২৪ঘন্টা ধরে মেঘনা নদীতে আটকে ছিল। ফেরির নাম কদম ও কিষাণী। যাত্রীরা ট্রলারে করে নামতে পারলেও মালভর্তি গাড়ীগুলো ফেরিতেই রয়েছে। মঙ্গলবার দুপুর ১২-১টার মধ্যে ফেরি দুটো লক্ষ্মীপুরের মজুচৌধুরীরর হাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খাঁন বলেন, মঙ্গলবার  দুপুরে মেঘনা নদীতে ঝড়-বাতাস ও ঢেউ বেড়ে গেলে শতাব্দী নামের যাত্রীবাহি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়াটার ফেরিঘাটে ধ্বাক্কা দেয়। সে ঘাটের পন্টুন-গ্যংওয়ে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে পাশের লো-ওয়াটার ঘাটের পন্টুন-গ্যাংওয়েতে ঢেউয়ের ধ্বাক্কা লেগে ব্লকের ওপর উঠে বিকল হয়ে যায়।  সেই থেকে ইলিশা ফেরিঘাট দিয়ে গাড়ি ওঠানামা  বন্ধ রয়েছে।
 ফেরিঘাটের মেরিন অফিসার মো. আলআমিন বলেন, মঙ্গলবার দুপুর (১২-১টা) বেলা কিষাণী ও কদম নামের দুটি ফেরি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ২০টি বড় মালবাহি ট্রাক ও ৫-৬টি ছোট গাড়িসহ কয়েকশ যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু ভোলার ফেরিঘাট বিকল হওয়ায় কারণে ফেরি নোঙর বা গাড়ি ওঠানামা করতে পারে না। এ কারণে কদম নামের ফেরিটি ফেরিঘাটের পাশে ইলিশা নদীতে নোঙর করে। আর কিষাণী নামক ফেরিটি মেঘনা নদীর মধ্যে মাঝের চরে আটকে যায়। ওই কিষাণী ফেরিটি বুধবার বিকাল ৪টায় (জোয়ারের সময় ) উদ্ধার করে ইলিশা ঘাটের কাছে এনে নোঙ্গর করা হয়। রাত ৯ টার দিকে আনলোড হয়েছে।
 
তবে ফেরি ঘাটের ব্যবস্থাপক পারভেজ খান আরও বলেন, বিআইডব্লিউপিএর একটি দল বুধবার সকাল থেকে চেষ্টা করে পন্টুন-গ্যাংওয়ে সংস্কার কাজের কিছুটা উন্নয়ন করতে পারলেও টাগবোটের কারণে পন্টুন ও গ্যাংওয়ে পুনস্থাপন করতে পারেনি। বিকাল সাড়ে ৩টায় নীহারিকা ও নবগঙ্গা নামের টাগবোট দুটি ভোলার ইলিশা ফেরিঘাটে পৌছেছে।
 
বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগীয় নদী বন্দরের উপপরিচালক মো সেলিম বলেন, বুধবার সকাল থেকে একটি দল ঘটনাস্থলে(ভোলার ইলিশা) এসে পন্টুন-গ্যাঙওয়ে পুনস্থাপনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করেছে। বিকাল নাগাদ বরিশাল থেকে টাগবোট এসে পৌছেছে। আশা করা যায়, বিকাল বা সন্ধ্যে নাগাদ লো-ওয়াটার ঘাটটি পুনস্থাপন করা সম্পন্ন হবে। মঙ্গলবার দুপুরে ছেড়ে আসা গাড়িবাহী যে ফেরি দুটো নদীতে নোঙর করা আছে। ওই দুটি ফেরির গাড়ি খালাস করা হবে।
উপপরিচালক আরও বলেন, বৃহষ্পতিবার দুপুর নাগাদ ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে।