অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


সাংবাদিক মিজানুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী কাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

১৯৪

আগামীকাল ১৯ জুলাই সাংবাদিক ও ভাষা সৈনিক মীজানুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের স্মরণে ঢাকা এবং গাজীপুরে  মিলাদ মাহফিল  ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সাংবাদিক মিজানুর রহমান স্মৃতি পরিষদ আগামীকাল বাদ আসর  গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ও পারিবারিকভাবে পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ২০০৩ সালের ১৯ জুলাই মীজানুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্যিক সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকের চীফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে থেকে দেশসেবায় কল্যাণমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকা কলেজে ছাত্র থাকাকালীন ঢাকা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

সুত্র বাসস