অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় নৌকার প্রার্থী আরিফ জয়ী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

১৮১

জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ৬ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার  ৩৪৭ ভোট।
নির্বাচনে ৩৩ হাজার ভোটারের মধ্যে ২১ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। ভোটারের উপস্থিতি থাকায় বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। 
মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আ. ওয়াদুদ মাস্টার (মোবাইল)। 
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩৩৪ জন।

সুত্র বাসস