অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে স্পিকারের শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

১৮৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।
উল্লেখ্য, রেবেকা মমিন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আবদুল মমিনের স্ত্রী। ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে জড়িয়ে রেবেকা মমিন বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

সুত্র বাসস