অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সাবেক কাউন্সিলর বিল্লাহ শাহের মৃত্যুতে মেয়র তাপসের শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

১৬৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বিল্লাহ শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার এক শোকবার্তায় বলেন, ‘বিল্লাহ শাহ তার ওয়ার্ডে নাগরিক অধিকার সমুন্নত রাখতে এবং নাগরিক সেবা প্রদানে গতিশীলতা বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট ছিলেন।’
শোকবার্তায় তিনি প্রয়াত বিল্লাহ শাহের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাহ শাহ রোববার রাত আনুমানিক সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রয়াত বিল্লাহ শাহ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

সুত্র বাসস