অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


মদিনা মুনাওয়ারায় নবী করীম (সা.) এর রওজা মোবারক জিয়ারত রাষ্ট্রপতির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

২৮৮

হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।
স্থানীয় সময় গতকাল বাদ এশা তিনি মদিনার প্রাণকেন্দ্র 'মসজিদে নববি'তে সবুজ গম্বুজের নিচে শায়িত মহানবী (সা.) এর রওজা শরীফ জিয়ারত করেন।
রাষ্ট্রপ্রধান সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং রিয়াজুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন ।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি সেখানে পৌঁছলে মসজিদে নববির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।
মোঃ সাহাবুদ্দিন হজ পালনের জন্য দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে আসেন গত ২৩ জুন।
পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে তিনি শুক্রবার রাতে তিনি মদিনায় পৌঁছান।
সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে ।

সুত্র বাসস