অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ও ২০ জুলাই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

১৮৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ ও ২০ জুলাই ধার্য করেছেন আদালত।
‘ভুয়া’ জন্মদিন উদযাপনের মামলায় আগামী ১২ জুলাই ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলার ২০ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। 
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এই ২ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

সুত্র বাসস