অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২৩ বিকাল ০৪:০১

remove_red_eye

১৯১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাসযাত্রী নিহত ও ৩১ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
প্রাদেশিক পুলিশের বিবৃতিতে বলা হয় , জাবুল প্রদেশের রাজধানী কালাতে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষে হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও মহিলাসহ নয়জন নিহত ও ৩১ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকাল থেকে দেশটিতে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। একইদিন আফগানিস্তানের মধ্য বামিয়ান এবং উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২৪ জন নিহত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পাহাড়ি ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য জরাজীর্ণ রাস্তা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়।

সুত্র বাসস