অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:২৪

remove_red_eye

২৪৬

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরনস্থলে নিরাপদে ফিরে এসেছে।
খবরে আরো বলা হয়েছে, নভোচারি ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।
এই তিন নভোচারি ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন।
এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরো তিন নভোচারিকে মহাকাশে পাঠিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনা পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

সুত্র বাসস