অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫ | ২৭শে পৌষ ১৪৩১


খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে:তোফায়েল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৯

remove_red_eye

৭৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আশা করছেন খুব শিগগিরই পেয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন। এই মুহুর্তে ৫০ হাজার টন পেয়াজ জাহাজে করে আসছে। মেঘনা গ্রæপ,সিটি গ্রæপ,এসআলম গ্রæপসহ আরো অনেক কোম্পানী এলসি খুলেছে। জাহাজীকরন হয়ে গেছে। আশা করি আগামী ৮/১০ দিনের মধ্যে ওই মালামাল বাংলাদেশে পৌছে যাবে। তখন আমাদের চাহিদা পূরন হবে। শুক্রবার বেলা ১২ টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসাবে তোফায়েল আহমেদ নগদ অর্থ,টিন ও চাল বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বেলেন, আমাদের গৃহীত পদক্ষেপের কারণে ঘূর্ণিঝড় বুলবুলে তেমন কোন ক্ষতি হয়নি। কিছু ঘরবাড়ি নস্ট হয়েছে। আমরা তাদেরকে চাল, টাকা ও টিন দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, ভারতে যে খানে আমরা বেশী পেয়াজ আমদানি করি সেখানে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তার একটা প্রভাব পড়েছে। পৃথিবীর বহু দেশে পেয়াজ কম উৎপাদন হয়েছে। আমদানী নির্ভরশীল দেশ হলে অন্যদেশ থেকে যদি আমদানী করা না যায়। তার একট প্রভাব হয়তো পড়তে পারে। তবে ব্যবসায়ীদের আপন করে নিতে হবে। জবরদস্তি করে দাম কমাও, গ্রেফতার করা এগুলো কিন্তুু বাস্তব সম্মত না। আমি যখন ছিলাম তখন খুচরা বিক্রেতা,পাইকার,আমদানী কারক, সবার সাথে বসে আপন করে কাজ করে বাজার নিয়ন্ত্রন করেছি। এবারের ঘটনা থেকে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে তিনি আরো বলেন, বিএনপি সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের ধারনা এখন খুব খারাপ। কারণ তাদের নেতা খালেদা জিয়া দুর্নীতর মামলায় কারাগারে সাজা প্রাপ্ত। তার ছেলে ভারপ্রাপ্ত সে সাজাপ্রাপ্ত। একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না। নির্দেশ আসে লন্ডন থেকে। এখানে যারা বিএনপির সিনিয়র নেতা আছে তারাও খুব বিব্রত। তার বয়সও অনেক কম। বিএনপির অনেক প্রবীণ প্রতিষ্ঠাতা আছে। সেইসব কারণে ক্ষোভে, অভিমানে কেউ কেউ দল থেকে পদত্যাগ করতে পারে। তবে এটা তাদের অভ্যান্তরিন ব্যাপার। তবে আওয়ামী লীগ কিন্তু যারা সৎ, আদর্শবান, নিষ্ঠাবান তাদেরকে নিয়েই এবার সংগঠিত হবে। বিভিন্ন দল থেকে এসে হটাৎ নেতা হয়ে যাবে সেই স্বিদ্ধান্ত কিন্তু ভবিস্যতে আর হবে বলে মনে করি না। জাতির জনক বঙ্গব্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে আজ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংগঠনে রুপান্তরীত হয়েছে। তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ এখন সংগঠিত। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৩৮ বছর আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দল পরিচালনা করছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেত্বেই আমরা গড়ে তুলবো। আওয়ামীলীগ সঠিক পথে আছে। সঠিক ভাবে থাকবে।
ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম.ইউপি চেয়ারমান হাসনাইন আহমেদ হাসানসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে ৩০ কেজি করে চাল, ১৩ জনকে ২বান্ডিল টিন ও ৬ হাজার টাকা করে এবং ৩০ জনকে এক বাÐিল করে টিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে।





চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

উপকূলীয় বেড়ি বাঁধ গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

উপকূলীয় বেড়ি বাঁধ গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দিলেন প্রতিপক্ষ

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দিলেন প্রতিপক্ষ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

আরও...