অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: ডা. শাহাদাত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৫

remove_red_eye

৩১৩

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, দেশে আজ চরম অরাজকতা বিরাজ করছে। আইনের শাসন নেই, কথা বলার স্বাধীনতা নেই। লাগামহীন দুর্নীতি ও সিন্ডিকেটের কবলে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের চরম এ ক্রান্তিকালে চিকিৎসকসহ সব পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

শুক্রবার (৭ এপ্রিল) মহানগরীর পাঁচলাইশ শায়লা স্কয়ারে প্রাক্তন মেডিকেল কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল ও পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করছিল, তা আজ ভূলুণ্ঠিত। আমরা মনে করছিলাম, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে, মা-বোনের ইজ্জত থাকবে, ভাতের অধিকার থাকবে, শিক্ষার অধিকার থাকবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আজ সবকিছু একদলীয়। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতেও পারে না।

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারি স্থাপনায় ৫০০ টাকার পর্দা ৩৭ হাজার টাকায় কেনা হচ্ছে। ৮০০ টাকার স্টেথোস্কোপ এক লাখ টাকায় কেনা হচ্ছে। বিএনপিপন্থি চিকিৎসকদের পদে পদে হয়রানি করা হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের নামে পদোন্নতি আটকে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যখাতসহ সামগ্রিক দুর্বৃত্তায়নে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গঠনে চিকিৎসকসহ সব পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

প্রাক্তন ছাত্রদল নেতা ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্যাবের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন চমেক ছাত্রদলের প্রথম সহ-সভাপতি ডা. টিপু সুলতান।

ড্যাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ঈশা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্রদলের নেতা ডা. আব্দুস সাত্তার লিটন, ডা. সাইফউদ্দিন নিসার আহমেদ তুষার, ডা. হাসনাত আহসান সুমন, ডা. গাজী মো. শাহীনুল আলম রহমান, বেলায়েত হোসেন ঢালী, ডা. খান মোহাম্মদ আমানুর রহমান সুমন, শামসুল আহসান মাকসুদ, ডা. মো. শফিউল্লাহ, ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ, ডা. খলিলুর রহমান অপু, ডা. ফরহাদ আহমেদ লিজন প্রমুখ।

সুত্র জাগো