অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


ইভিএম বাদ দিলেও ব্যালটের পাতানো ভোটে বিএনপি যাবে না: ডা. শাহাদাত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৫

remove_red_eye

১৮৪

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইভিএম বাদ দিলেও বর্তমান সরকারের অধীনে ব্যালট পেপারের পাতানো নির্বাচনে বিএনপি যাবে না। দেশের মানুষ এখন আর এই সরকারকে বিশ্বাস করে না। দেশে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আমিন শিল্পাঞ্চল এলাকায় মহানগর মহিলা দলের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, এই সরকারের অধীনে অতীতে সব নির্বাচন হয়েছে একপেশে। বিগত জাতীয় নির্বাচনেও তারা ভোট ডাকাতি করেছে। দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে সব অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা ১৪ বছর অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষ এখন কথা বলতে পারে না। কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সরকার জনগণের মুখ বন্ধ করে রেখেছে, যেন কেউ সরকারের সমালোচনা করতে না পারে।

মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদিকা রাবেয়া বেগম রাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নগর মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক সায়রা বেগম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন, পাঁচলাইশ থানা মহিলা দলনেত্রী সেলিনা বেগম শেলি, পাঁচলাইশ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নূর বেগম, বায়েজিদ থানা মহিলা দলনেত্রী বিবি হাওয়া, রহিমা বেগম, রাহালা বেগম ও আমেনা বেগম প্রমুখ।

সুত্র জাগো