বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬
১৮৫
রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান সরকার দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী কায়দায় জুলুম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। সাংবাদিকরা সত্য লিখতে গেলে, আর সেই সত্য সরকারের বিপক্ষে গেলে হয় গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে, না হয় সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন নেমে আসছে।
সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকা বন্ধের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব বলেন।
ডা. জাহিদ বলেন, বর্তমান সরকারের শাসনামলে পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। বহু সম্পাদক ও সাংবাদিককে দেশান্তরি হতে হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে খুনের মামলা। সরকারের দুর্নীতি, লুটপাট, গুম-খুনের কথা চেপে রাখতেই কিছু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে চরম দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার মানুষেরা গুম-খুনের শিকার হচ্ছেন। কেউ কেউ চিরতরে হারিয়ে যাচ্ছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে। ফয়সালা রাজপথেই হতে হবে। এ সরকার কোনো অবস্থায়ই পদত্যাগ করবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিদায় করবো। সংসদ বিলুপ্ত হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি, অস্ত্র হাতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচারকে বিদায় করে জনগণের ভোটে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, সরকার সবসময় মুখে গণতন্ত্রের কথা বলবে। কিন্তু গণতান্ত্রিক শাসন কখনোই করেনি। এ সরকারের আমলে যত সংবাদপত্র বন্ধ, যত সাংবাদিক নির্যাতিত-নিপীড়িত এবং নিহত হয়েছেন, অন্য কোনো সরকারের আমলে তা হয়নি।
তিনি বলেন, মামলায় জামিন পাওয়া যে মানুষের অধিকার, সেই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে আইন-আদালতকে ব্যবহার করে। আইন-আদালত কোনো অবস্থাতেই তাদের নিজস্ব গণ্ডিতে চলতে পারে না।
জাহিদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। আমরা দেখেছি- বিভিন্ন চার পায়ের প্রাণী ভোটকেন্দ্রে ছিল। ২০১৮ সালে ভোটের প্রয়োজনই হয়নি, আগের রাতে ভোটবাক্স ভরে ফেলেছে, বেআইনিভাবে নির্বাচিত হয়েছেন। আজকে ক্ষমতা দখল করে বেআইনিভাবে দেশকে শাসন করছেনন। জনগণের ওপর শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, দলীয় বাহিনীও অত্যাচার-নির্যাতন করছে।
গণতন্ত্র ফোরামের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক।
সুত্র জাগো
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক
ভোলায় সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত
চরফ্যাশনে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সাংবাদিক সম্মেলন
ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নাজিউর রহমান মন্জুর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস
বিনিয়োগ সম্মেলন শুরু কাল
ভারতে ওয়াক্ফ বিল নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা: আসিফ নজরুল
মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় : অর্থ উপদেষ্টা
ভারতকে ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান বিএনপির
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত