অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

১৮৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভোলা শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনলাইনে পণ্যে ক্রেতাদের বিশ্বাস বাড়াতে এবং আগামীতে অনলাইন পণ্যমেলার আয়োজনের লক্ষে ভোলার নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম Bhola women's E-commerce Platform "ভোলা নারী উদ্যোক্তা প্লাটফর্ম" নারী অনলাইন গ্রুপ এ মিলনমেলার আয়োজন করেছে। প্রায় অর্ধশত নারী এ মিলনমেলায় অংশ নেন। এ সময় নারী উদ্যোক্তারা নিজেরাই স্পন্সার করে কেক কেটে আনন্দ-উৎসব ও মতবিনিময় সভায় মিলিত হন।

এ বিষয়ে এস,বি গ্যালারীর সত্বাধিকারী এস,বি বিথী, এম, পি ফ্যাশন হাউজের সত্বাধিকারী পাপিয়া চৌধুরী, চাঁদের হাট বস্ত্র মেলার সত্বাধিকারী মুজিযা রহমান পূণ্য, বর্ষা ও সাহারা জানান, আগামীতে আমরা ভোলায় একটি নারী উদ্যোক্তা মেলা আয়োজন করার চিন্তাভাবনা করছি। সেই লক্ষে এ মতবিনিময় সভা ও মিলনমেলার আয়োজন করেছি। এ ব্যাপারে তারা সবার সহযোগিতাও কামনা করছেন।