অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


রাজাপুরে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৮

remove_red_eye

৩৫২


আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা ১নং রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মেম্বার প্রার্থী মো. ওহাব আলীর ৩ কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সম্ভাব্য ইউপি সদস্য আবদুস সালামের বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে ওয়ার্ডের আলাউদ্দিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ওয়ার্ডটিতে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশের একটি টিম।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার শিকার মো. আলাউদ্দিন, রুবেল ও মমতাজ জানান, শনিবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ আবদুস সালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িঘর ভাংচুর করে এবং হামলা চালায়। হামলা শেষে ঘরে থাকা দামী অনেক জিনিসপত্র নিয়ে যায় হামলাকারীরা। হামলাকারীরা হামলা করার আগে বোমা বিস্ফোরণ ঘটায় এলাকাটিতে। তখন আতঙ্ক এলাকাবাসী প্রাণরক্ষাতে ঘরবাড়ি ছেড়ে দৌঁড়ে পালিয়ে যায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকেই আটক করতে পারেনি।ইউপি সদস্য ওহাব আলী জানান, হামলার শিকার পরিবারগুলো তাঁর সমর্থক ছিলো। প্রতিপক্ষ আবদুস সালামের সমর্থন না করায় হামলার শিকার হয়েছে পরিবারগুলো। তবে অভিযুক্ত আবদুস সালাম এবিষয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি জানিয়ে তিনি দাবি করছেন, তাঁর নেতৃত্বে এমন কোনো ঘটনা ঘটেনি। রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, রাতে মুঠোফোনে তিনি সংবাদটি শুনে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।