অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


চরফ্যাশনে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২১ রাত ০৯:০৬

remove_red_eye

৩১৯



চরফ্যাসন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন। বক্তব্য দেন চরফ্যাশন পৌর মেয়র মো: মোরশেদ, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ছাদেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, স্থানীয় নারী নেত্রী মাহমুদা খানম মিলি।
বক্তারা বলেন, আমাদের পরিবারে ছেলে-মেয়েদের সমান চোখে দেখতে হবে। অন্যথায় তাদের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা সমাজ জীবনে বিভিন্ন অসংগতির কারণ হয়ে দাড়ায়। তাদের মধ্যে কোন বৈষম্য রাখা যাবেনা। বর্তমান সরকার শিশু ও নারী উন্নয়নে কাজ করছে। তাই নারী ও শিশু বান্ধব সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহŸান জানান তারা।