অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রস্তুতিসভা ও মাস্ক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫৯

remove_red_eye

৩৪৮




বাংলার কণ্ঠ প্রতিবেদক : টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)’র ভোলা জেলা আহবায়ক কমিটির প্রস্তুতিসভা ও মাক্স বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)’র ভোলা জেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপুকে শুভেচ্ছা সারক  টিসিএর লোগোযুক্ত মাক্স তুলে দেওয়া হয়। পরে সভায় উপস্থিত সকল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক এই মাস্ক বিতরণ করেন । প্রস্তুতি সভায় সকল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটির চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির ক্যামেরাপারর্সন ও  টিসিএ ভোলা জেলার চুড়ান্ত তালিকার আহ্বায়ক উৎদপল দেবনাথ, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারর্সন ও টিসিএ ভোলা জেলার যুগ্ন আহ্বায়ক লক্ষণ দাস, যমুনা টেলিভিশনের ক্যামেরাপারর্সন ও টিসিএ ভোলা জেলার যুগ্ন আহ্বায়ক মো.জুয়েল, আরটিভির টেলিভিশনের ক্যামেরাপারর্সন ও টিসিএ ভোলা জেলার সদস্য সচিব বিজয় বাইন, যুগ্ন সদস্য সচিব চ্যালেন-২৪ টেলিভিশনের ক্যামেরাপারর্সন অংকুর রায়, এবং টিসিএ ভোলা জেলার সদস্য, একুশে টেলিভিশনের ক্যামেরাপারর্সন মো. রাসেল, ৭১ টেলিভিশনের ক্যামেরাপারর্সন মো. আমিন, মাই টিভির ক্যামেরাপারর্সন মো. রানা, জি টিভির ক্যামেরাপারর্সন মো. ইউসুফ,  ডিবিসি টেলিভিশন এর ক্যামেরাপারর্সন জয় দেব । এছাড়াও উপস্থিত ছিলেন, চ্যালেন আই এর ক্যামেরাপারর্সন অজিত, এস এ টিভির ক্যামেরাপারর্সন মো. পারভেজ, বাংলাভিশন টিভির ক্যামেরাপারর্সন মো. আলী, মো. মাহাজ  প্রমূখ।

এ সময় সময় টিভির ক্যামেরাপারর্সন ও টিসিএ ভোলা জেলার আহ্বায়ক উৎদপল দেবনাথ বলেন, বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় ভোলায় টেলিভিশে কর্মরত ক্যামেরাপার্সনদের কল্যাণে এই কমিটি কাজ করবে। তাদের সুবিধা অসুবিধায় সব সময় পাশে থাকবে। এই সংগঠনের সাফল্য কামনায় সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছেন তিনি ।