অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় জাতীয় পার্টির মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২১ রাত ১১:০১

remove_red_eye

২৯৪



 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল ।

জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজীবের সভাপতিত্বে এবং জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম গোলদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার আহ্বায়ক  প্রভাষক মহসিন উল আলম হাবুল , জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসার লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিক নির্দেশনায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন সাংগঠনিক ও মতবিনিময় সভা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় আজ ভোলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হচ্ছে । জাতীয় পার্টি ক্ষমতায় আসতে হলে জাতীয় পার্টির নেতাকর্মীদের আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে। পল্লীবন্ধু মরহুম হোসেন মুহাম্মদ এরশাদ সারাদেশে অনেক কাজ করেছেন । তারই ধারাবাহিকতায় সারাদেশের মানুষের মধ্যে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেক বেশি । আজকের মতবিনিময় সভা দেখে আমার মনে হচ্ছে ভোলাতে ও জাতীয় পার্টি খুব সুসংগঠিত। অচিরেই জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সম্মেলন কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল খান, ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুল, চরফ্যাশন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম মিজানুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার সহ যুব সমাজ , ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা।