অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


ভোলায় জেলেদের জালে ধরা পড়লো ১০ টি ফ্লাইং ফিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:১৮

remove_red_eye

৩৪৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সমুদ্র মোহনায় জেলে জালে ধরা পড়েছে ১০টি ফ্লাইং ফিশ বা পাখি মাছ। ওই মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি। পরে  সোমবার (৩০ আগস্ট) দুপুরে ওই মাছ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মৎস্যঘাটে এনে ডাকে প্রায় ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার খাল মৎস্য ঘাটের আড়ৎদার মোঃ জাকির হোসেন।
তিনি আরো জানান, ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায়  (২৯ আগস্ট) রাতে জেলেদের জালে ওই ১০ টি মাছ ধরা পড়ে। পরে  সকালে জেলেরা চরফ্যাশনের সামরাজ ঘাটে নিয়ে আসলে ভালো দাম না পাওয়া মাছগুলো দুপুরের দিকে ভোলার খাল মৎস্যঘাটে এনে ডাকের মাধ্যমে কোনটি ৩ হাজার কোনটি ২ হাজার ৫শ’ আবার কোনটি ১ হাজার ৮শ’ টাকা দরে প্রায় ২৫ হাজার টাকায় বিভিন্ন বেপারিদের কাছে বিক্রি করা হয়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, আমার জানামতে ভোলা জেলায় এবার প্রথমবারের মত এ মাছ জেলেদের জালে ধরে পড়েছে। এ মাছগুলোকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বা গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলে।
তিনি আরো জানান, এ মাছগুলো মূলত গভীর সমুদ্রের দ্রæতগতীর মাছ। এছাড়াও এ মাছ মানবদেহের জন্য উপকারী বলে তিনি দাবি করেন।