অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


র্মাচ মাস যেমনি অর্জনের তেমনি আগস্ট হচ্ছে শোকের বেদনার ও ষড়যন্ত্রের মাস : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১২:৩৯

remove_red_eye

২৬৯




বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ  বলেছেন, মার্চ মাস যেমনি অর্জনের , তেমনি আগস্ট  হচ্ছে শোকের,  বেদনার ও ষড়যন্ত্রের  মাস ।  এ মাসে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক হামলা ও ষড়যন্ত্র করে যাচ্ছে।   আমাদের সর্তক থাকতে হবে। মঙ্গলবার ভোলা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব কাপাঁনো ভাষন,  ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা উল্লেখ করে মার্চ মাসকে অর্জনের মাস হিসেবে ঘোষনা করেন।  একই সঙ্গে আগস্ট মাসের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে  হত্যা করা ,   ২১ আগস্ট গ্রেনেড হামলা করে  আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা , ১৭ আগস্ট দেশের প্রত্যেক জেলায় সিরিজ বোমা হামলার বিষয়গুলো তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ওই অপরাধ করে বিএনপি অন্যেও ঘাড়ে দোষ চাপাতে চেয়ে ছিল । এ সময় তোফায়েল আহমেদ ভোলা জেলার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে কোন সমস্যা থাকে না। সমন্বয়ের মধ্য দিয়েই সুন্দর পরিবেশ বিরাজ করে। এ সময় তিনি করোনার পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ  টিকা দেয়ার সময় ভীড় এড়ানোর নির্দেশ দেন। ওই সভায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব তার বক্তব্যে বলেন, আমাদের দেশে জঙ্গীবাদ, মৌলবাদের যাতে আর কোন উত্থান না ঘটে সেই বিষয়ে যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে। এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ন । এ সময় তিনি তার নির্বাচনী এলাকার ঢালচর, কুকরিমুকরি ও মনপুরার কলাতলিতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয় তুলে ধরেন।  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন   মাদক সেবীদের বিষয় তুলে ধরে বলেন, এরা যদি কোন  দলের   হলে তারা ওই দলের জন্য ও পরিবারের জন্য বোঝা। সমাজ থেকে মাদক বিতারিত করতে কোন মাদক সেবীকে প্রশ্রয় দেয়া যাবে না। এ সময় তিনি সমাজ বিরোধীূ  একটি চক্র ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে  সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদেও বিষয়েও  সর্তক থাকা ও আইনী পদক্ষেপ নেয়ার আহŸান জানান সংসদ সদস্য শাওন। সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,   মেঘনা ও তেতুঁলিয়া নদী আমাদের মৎস্য আহরনের ক্ষেত্র। তাই এই দুই নদীকে জলদস্যুমুক্ত রাখতে হবে।  এমপি মুকুল সরকারের উন্নয়নের কয়েকটি বিষয়ও তুলে ধরেনে। একই সঙ্গে  নদীর যত্রতত্র থেকে বালু না তুলে   যেখানে ড্রেজিং করা প্রয়োজন ওই সব স্থান চিহ্নিত করে বালুমহল ঘোষনা দেয়ারও  প্রস্তাব করা হয় ওই সভায়। জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ওই সভার সভাপতিত্ব্ েবিভিন্ন তথ্য তুলে ধরেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান , নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ।  






ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

বোরহানউ‌দ্দি‌নে প্রাণ গেল সাত‌ক্ষীরার বাহাদু‌রের

বোরহানউ‌দ্দি‌নে প্রাণ গেল সাত‌ক্ষীরার বাহাদু‌রের

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’কে অন্ধকারে ঠেলে দিয়েছে: ওবায়দুল কাদের

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’কে অন্ধকারে ঠেলে দিয়েছে: ওবায়দুল কাদের

বাড়তি ভাড়া চেয়ে যাত্রীদের হয়রানি করলেই কঠোর ব্যবস্থা: আইজিপি

বাড়তি ভাড়া চেয়ে যাত্রীদের হয়রানি করলেই কঠোর ব্যবস্থা: আইজিপি

ডিজিটাল ডিভাইস শনাক্তকরণে সফলতা, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা

ডিজিটাল ডিভাইস শনাক্তকরণে সফলতা, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা

ভোলায় সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা

ভোলায় সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা

ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের

বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের

পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম

পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম

আরও...