অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


দেশে নতুন আরেক ভয়ংকর মাদক ডিএমটিসহ গ্রেপ্তার ৪


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২১ রাত ০৮:৫৬

remove_red_eye

৪৬৮

বাংলার কণ্ঠ ডেস্ক : দেশে প্রথমবারের মতো উদ্ধার হলো ডায়েমেথিল ট্রাইপ্টেমিন বা ডিএমটি নামের আরেকটি ক্ষতিকর মাদক।

রবিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে নতুন ধরনের মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তারের কথা জানায়। গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও এলাকা থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি ও ডিএমটিসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ ব্লট এলএসডি, ডায়েমেথিল ট্রাইপ্টেমিন বা ডিএমটি ৬০০ মিলিগ্রাম, ৬২ গ্রাম আমেরিকান গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, উচ্চবিত্তের বিদেশ পড়ুয়া সন্তানরা পড়ালেখা করতে বিদেশে অবস্থানের সময় মাদকাসক্ত হয়ে পড়ে। দেশে ফিরেও নানা কৌশলে তারা এসব মাদক নিয়ে আসছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার হওয়া নতুন মাদক ডিএমটি গ্রহণ করলে মাদকসেবীদের মধ্যে কল্পনার জগৎ তৈরি হয়। এ থেকে মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।

রাসায়নিক গবেষণাগারে ডিএমটি মাদক তৈরি সম্ভব বলে জানিয়েছে র‌্যাব।

এলএসডি-ডিএমটির মতো মাদক এখনও সমাজের বিশেষ শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ। তবে, মাদকসেবীরা তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‌্যাব।