অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় করোনায় আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ রাত ১১:৪৭

remove_red_eye

৪৭৯

নতুন আক্রান্ত ৩৯ মোট মৃত্যু ২১
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ২ নারীর মৃত্যু হয়েছে। তার ২জনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভোলায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়ে ২১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ একজার ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪৯ জন।  ভোলা সিুিভল সার্জন দপ্তর সূত্র শনিবার রাত১১ টায় এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র আরো জানায়, শনিবার ভোলায় আরটিপিসি আর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ভোলা সদর ও  ৫জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এদিকে আক্রান্তদের মধ্যে ৩০ জন  ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছে। বাকীরা  নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।