অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৪২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবীতে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।  মঙ্গলবার দুপুরে ভোলা সদর রোডে  জাহাঙ্গির প্লাজা,তালুকদার ভবন,রানী প্লাজা,জিয়া সুপার মার্কেট এর শতাধিক ব্যবসায়ীরা এই কর্মসুচী পালন করেন।
 মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গতবছর করোনায়  লকডাউন থাকায়  ভোলার ব্যবসায়ীদের  কোটি কোটি টাকা   লোকসান  গুনতে হয়েছে। ব্যাংক ঋণ, স্বর্ণলংকার বন্ধক ও সুদে টাকা এনে ঈদকে সামনে রেখে  ব্যবসায় বিনিয়োগ করেছেন। লকডাউনে মার্কেট বন্ধ রাখায় আমাদের ঋণ  এর ভোজা দিন বেড়েই চলছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। চৌধুরী প্লাজার শপিং কর্নার এর কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান জিতু বলেন, গত বছর পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। কোনো ব্যবসা করতে পারেননি। এবারো পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ রাখা হলে বড় ধরনের লোকসান গুনতে হবে ছোট-বড় ব্যবসায়ীদের। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই নতুন এই পরিস্থিতি পথে বসিয়ে দেবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।  এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মার্কেট খুলে দেয়ার দাবী জানান তারা।
পরে  দোকানপাট খোলা রাখার দাবিতে  বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।