অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২১ রাত ০৯:২৫

remove_red_eye

৪৫৬




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের অতিদরীদ্র ২৫ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় মাসব্যাপী প্রশিক্ষনের পর এ গুলো প্রশিক্ষনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার। আরো বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাকির হোসেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কবিতা আক্তার ও কুলশুম বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন কৃষিবিদ আরাফাত রহমান পলাশ।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। পরে প্রশিক্ষনার্থিদের প্রত্যেককে বিনামুল্যে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।