অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ সকাল ১১:৩৯

remove_red_eye

৩৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে, বাংলাদেশের মানুষের মুখে যখন হাসি,বাংলাদেশ যখন আর্ন্তজাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল । সেই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে। পৃথিবীর  বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভার্স্কযের ব্যাপার নিয়ে কোন আপোস নেই। যতো দিন বাংলাদেশ থাকবে ,বাংলার মানুষ থাকবে তত দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভার্স্কয হবেই। এটাকে কেউ বাধা গ্রস্ত করতে পারবে না।   
 বুধবার বেলা ১২ টায় ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামীলীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন,আমরা ধর্মভিরু। কিন্তু ধর্মঅন্ধ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমরা মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ্য এক হয়ে যুদ্ধ করেছি। এক সাথে ¯েøাগান দিয়েছি। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ্য করেছি। জয় বাংলা ¯েøাগান দিয়ে আমরা পাকিস্তানি সেনা বাহিনীকে মোকাবেলা করেছি।
ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: শাহে আলম,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।