অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলার ইলিশায় গুপ্ত মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫৪

remove_red_eye

৭৭৪


শহীদুল ইসলাম সাগর ,ইলিশা : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সর্দার হাট ১৫ নং পূর্ব গুপ্ত মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক উন্নয়ন মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো: ফিরোজ কবিরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুপ্ত মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি টিপু সুলতান ২০১৯-২০ অর্থ বছরের সিলিপ প্রকল্পের আয়-ব্যয় তুলে ধরেন যা বিগত বছর গুলোতে প্রতিষ্ঠানে হয়নি। বিগত বছরের প্রাক-প্রাথমিক সিলিপ প্রকল্পের কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় এই বিষয়ে উপস্থিত সকলে অসন্তোষ প্রকাশ করেন। প্রাথমিক বিদ্যালয়টি ইউনিয়ন সহ উত্তর ভোলায় একটি আধুনিক মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ম্যানেজিং কমিটির সভাপতি টিপু সুলতান শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় অভিভাবকবৃন্দদের কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি নতুন ভবন তৈরি, পুকুর ভরাট, পুরাতন ভবন সংস্কার, ক্লাস রুম বর্ধিতকরণ, ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধিকরণ, প্রতিষ্ঠান আধুনিকায়ন করন, ডিজিটাল ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতির ব্যাপারে সভাপতি তাগিদ প্রদান করেন। শিক্ষকদের অনলাইন ক্লাস করার জন্য বিভিন্ন দিক নির্দেশরা দেয়া হয়। স্থানীয় সুধীসমাজ, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকলকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষের সংকট থাকায়, ক্লাস নিতে হিমশিম খেতে হয়েছিলো শিক্ষকদের, সুন্দর ও মনোরম পরিবেশে ক্লাস নিতে একান্তই একটি ভবনের প্রয়োজন, যা ইতিমধ্যে অন্যান্য সকল প্রাইমারী স্কুলে দেওয়া হয়েছে। বাচ্চাদের গুণগত মান ও ভালো ফলাফলের জন্য,  সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ মহোদয় এবং জেলা-উপজেলা পর্যায়ে, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্কুলের জন্য একটি প্রস্তবিত ভবনের দাবি জানিয়েছেন ম্যানিজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও অভিভাবকরা। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাকসুদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো: রুহুল আমিন, মো: নাজিম, তানবীর আহমেদ নবীক, জোবায়ের সর্দার, সাগর তালুকদার,  স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।