অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


দৌলতখানে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২০ রাত ০৯:৪৪

remove_red_eye

৪০৩

দৌলতখান প্রতিনিধি: সারা দেশের ন্যায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এসময় ইলিশ অহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ  ক্রয়-বিক্রিয় ও বিনিয়ম সম্পন্ন নিষেধ।  এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মেদুয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাছির ঘাট মৎস্য আড়তে জেলে ও আড়তের মালিকদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন। সেখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেদুয়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলু সহ আরও অনেকে।