অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় প্রবীর মাঝি হত্যার মূল পরিকল্পনাকরী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৭

remove_red_eye

৬০৯





  বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বাংলাবাজার বালিয়া এলাকায় চাঞ্চল্যকর ঔষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আসামী আনোয়ার ( ২৩ ) কে পুলিশ ঢাকার চকবাজার ওয়াসা কোয়াটার ( চান্দিঘাট) এলাকায় নির্মানাধিন একটি ভবন থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাকে ভোলায় আনা হয়। মামলার তদন্তকারী অফিসার মোঃ কাজাল গ্রেফতার অভিযান চালান।
 পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ২০ জুন রাত প্রায় সাড়ে ১১টায়  প্রবীর মাঝি ও তার ভাই মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আসামীরা রাস্তায় বেড়িকেট দিয়ে এদের উপর হামলা চালায়। কুপিয়ে প্রবীর মাঝিকে হত্যা করে। ভাই চন্দ্রদীপকেও কুপিয়ে জখম করে। এ সময় ৪ লাখ ৬২ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকার ছিনিয়ে নিয়ে যায়। প্রবীর মাঝির দুটি ঔষুধের দোকান ও একটি জুয়েলারী ছিল। এদিকে ঘটনার পর পরই মামলার ১ নং আসামী শাহাবুদ্দিন কে পুলিশ গ্রেফতার করে। শাহাবুদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা থেকে গ্রেফতার হয় মোঃ হাসান। এদের তথ্য অনুযায়ী এবার গ্রেফতার হলো আনোয়ার। মামলার ৭ জন আসামী রয়েছে। এরা ভোলা সদর উপজেলার দক্ষিণদিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। মামলায় ওই ওয়ার্ড মেম্বার সেলিমও আসামী । আসামীরা সবাই একই পরিবারের। এদিকে আসামীদের গ্রেফতারের দাবিতে প্রবীর মাঝির স্ত্রী পলি রানী, মা ও ভাইরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন করে। পুলিশ সুপার জনান, আসামীদের গ্রেফতারে তাদের চেস্টা অব্যাহত রয়েছে।