অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


ভোলায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বালিকা মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ০৮:৪৮

remove_red_eye

৩৬২




বাংলার কন্ঠ প্রতিবেদক :  মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলায় বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার সকালে ভোলা শহরের পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাপান-বাংলাদেশ ব্যবসায়িক প্রতিষ্ঠান আইটি সার্ভিস, সফটওয়্যার ও আইটি সল্যিউশন কোম্পানি র‌্যাপেলস লিমিটেড এর প্রতিষ্ঠাতা আপেল মাহমুদ পক্ষ থেকে বিভিন্ন  প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচী পালন উপলক্ষে অনুষ্ঠানে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাবলু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি  ছিলেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাব অপু, সাবেক সহ-সভাপতি মো. ওমর ফারুক, বন বিভাগ ভোলা সদরের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম। দৈনিক ভোলার বানীর সম্পাদক মো. মাকসুদুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, র‌্যাপেলস লিমিটেড ও আই-হোস্ট ডিজিটাল ওয়েটার এর   প্রতিষ্ঠাতা আপেল মাহমুদ এর আগেও ভোলাসহ বিভিন্ন স্থানে সামাজিক সুরক্ষামূলক কাজ করেছেন।