অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলায় জমির বিরোধে হামলা দোকান লুট, ৭০ বছরের বৃদ্ধসহ আহত ৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২০ দুপুর ০২:৩৯

remove_red_eye

৪৫৪

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা দোকান লুট করার অভিযোগ ওঠেছে লোকমান মাতাব্বর গ্রুপের বিরুদ্ধে। এতে আহত হন ৫ জন। আজ শুক্রবার ভোলা হাসপাতালে চিকিৎসাধিন আহত ৭০ বছরের বৃদ্ধ আনসার আলী জানান, তাদের আড়াই একর চাষের জমি জোরপূর্বক দখল করতে চায় লোকমান গ্রুপ। এ নিয়ে মামলা চলছে। মামলা উপেক্ষা করে ফের একদিন আগে বহিরাগত লোকজন নিয়ে জমি চাষ শুরু করে লোকমান গ্রুপের। এ সময় বাধা দিলে হামলা করে। পরবর্তিতে আনসার আলী তার ছেলের ইলেকট্রনিকস এর দোকানে অবস্থানকালে ফের ওই দোকানে সকাল ১০টায় হামলা করে এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আনসার আলীকে পিটিয়ে হাতপা ভেঙে দেয়। আহত হয় মোস্তফাসহ আরো কয়েকজন। লোকমান মাতাব্বচরের ছেলে টিটু হামলার বিষয় অস্বীকার করেন। এ ঘটনায় ভোলা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি এনায়েত হোসেন। জেলা কৃষক লীগ সভাপতি মোঃ মনোয়ার হোসেন জানান, লোকমান মাতাব্বরসহ ছেলে টিটু, জামাই আলামিন এলাকায় একের পর এক সন্ত্রাসী কাজ করে বেড়াচ্ছে। গত বিএনপি আমলেও এদের অত্যাচার নির্যাতনে এলাকার  মুখখুলতে সাহস পেত না।