বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৪ রাত ১০:৪০
৯০
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ ইন্টারনেট শাটডাউন বিষয়ক সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী ভোলা শহরের সার্কিট হাউজ এলাকায় কোস্ট ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভোলার বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত বক্তাগণ বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইন্টারনেট শাটডাউনের সদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা হয়। দৈনন্দিন জীবন এবং মানবাধিকারের ক্ষেত্রসমূহ ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হলে যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেসব বিষয় নিয়ে সভার বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন। ইন্টারনেটে মানুষের প্রবেশাধিকার যদি সাময়িক সময়ের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তা সামাজিক, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, চিকিৎসা, বিনোদন, শিক্ষা ও মতপ্রকাশের অধিকারসহ প্রায় সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা, বিশেষত সাংবাদিগণ, শাটডাউনে তাদের অভিজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ইন্টারনেট যোগাযোগ বিঘœ হওয়ার ফলে তারা সর্বজনীন এবং আন্তর্জাতিক ভাবে তথ্য সরবরাহ ও সংবাদ প্রকাশে বাধা প্রাপ্ত হন। কোন প্রকার পূর্ব নির্দেশনা না পাওয়ার ফলে তাঁরা এই ধরণের পরিস্থিতি মোকাবেলা ও উত্তরণের পদক্ষেপ নিতে পারেন নি। অন্যদিকে, তাঁরা মনে করেন ইন্টারনেট শাটডাউন নিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব রয়েছে যা আগামী দিন গুলোতে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে। এক্ষেত্রে সরকারের আন্তরিকতা, সঠিক আইন প্রণয়ন এবং ইন্টারনেট শাটডাউনের সম্ভাবনা দেখা দিলে আগে থেকে ঘোষণা দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করলে এই ধরণের দূরাবস্থা থেকে অব্যাহতি পাওয়া সম্ভব।
সভায় উপস্থিত ইন্টারনেট বিষয়ক বিশেষজ্ঞ, আশরাফুল হক (এনগেজ মিডিয়া) বলেন, “পরিকল্পিতভাবে কোন দেশ বা অঞ্চলের ইন্টারনেট ব্যবস্থা যখন বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেইসাথে তথ্য সরবরাহ বন্ধ করা হয় তখন তাকে ইন্টারনেট শাটডাউন বলা হয়।“ এক্ষেত্রে তিনি বিকল্প পদ্ধতি যেমন ব্রিজফাই এবং বেরিয়ার এ্যাপ সেইসাথে যেকল ভিপিএন সুরক্ষিত ও জনবান্ধব সেগুলো ব্যবহারের পরামর্শ দেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। তিনি বলেন,”ইন্টারনেট ব্যবস্থা ব্যহত হলে তার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে পরে সেইসাথে সংবাদমাধ্যম বিশেষত সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ প্রকাশের অধিকার হুমকির মধ্যে পরে।“ তিনি এই ধরণের ঘটনা মানবাধিকার ক্ষুন্ন হবার সাদৃশ্য বলে মনে করেন। প্রসঙ্গত, নির্বাচন, অধিকার আদায়ের আন্দোলন বা দেশে কোন অস্থিতিশীল অবস্থা তৈরি হলে সরকার তা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ভয়েসের সহকারি পরিচালক, মুসাররাত মাহেরা বলেন, “বিশ্বায়নের এই যুগে ইন্টারনেট আমাদের সাধারণ জীবনযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে। ইন্টারনেট শাটডাউনের ফলে দেশে অনেক সমস্যার উদ্ভব হয়েছে এবং বিভিন্ন ধরণের গুজব ও অপপ্রচারের মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হয়েছে।“ সেই সাথে তিনি ইন্টারনেট শাটডাউন প্রতিরোধে বর্তমান সরকারকে আন্তরিকভাবে সঠিক এবং সদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।
বিশ্বব্যাপী, ইন্টারনেট শাটডাউনকে মতপ্রকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ স¤প্রচার ও তথ্যের অবাধ আদান-প্রদানের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। ২০১১ সালে, জাতিসংঘের বিশেষ দূতের বক্তব্য অন্যুায়ী, ইন্টারনেট ব্যবহারকে মানবাধিকার হিসেবে গন্য করতে হবে। উল্লেখ্য সভার উপস্থিত অংশগ্রহণকারীরা তথ্যপ্রবাহের স্বাধীনতা নিশ্চিতকরন এবং অবৈধভাবে ইন্টারনেট শাটডাউন প্রতিরোধে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন। সাংবাদিকরা এই কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন সেইসাথে বিকল্প পদ্ধতির ব্যবহার এবং ইন্টারনেট শাটডাউন বিষয়ে প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণের মাধ্যমে তাদের বাস্তবিক অভিজ্ঞতা বৃদ্ধি করেন। প্রেস বিজ্ঞপ্তি
ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল উদ্ধার অভিযানে হামলা মৎস্য কর্মকর্তা সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
ভোলার আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনের উপর দিন ব্যাপি প্রশিক্ষণ
লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ১২হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ভোলায় খামারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন
জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের
ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : প্রণয় ভার্মা
সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত