অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


ভোলার বোরহানউদ্দিনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “ জীবাশ্ন জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের স্কুলবাড়ির বেড়ি বাঁধে সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)এর সহযোগিতায় CREA (ক্রিয়া) প্রকল্পের এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)এর আয়োজনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উদযাপন করা হয়েছে ।
জিজেইউএস এর CREA (ক্রিয়া) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি ,শিক্ষক, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী,যুবক-যুবতী,নারী-পুরুষসহ সর্বস্ততের জনগণ ।
উপস্থিত বক্তারা বলেন, ন্যায্যতা নিশ্চিত করে জীবাশ্ন জ্বালানি (কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস) বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, যেহেতু ধনী ও যারা শিল্প বিপ্লবের পর থেকে বৈশ্বিকভাবে   গ্রীন   হাউস গ্যাস নিঃসরণে ও জলবায়ৃ পরিবর্তনে বেশি প্রভাব রাখছে । তাই গেøাবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উদযাপনে বাংলাদেশের দাবীসমূহ ধনী দেশগুলোর অতিসত্ত্বর গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানী গস্খহণ, জ্বালানি নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ও ঐতিহাসিক দায়ের ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তোভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ।