অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুলাই ২০২৪ | ১২ই শ্রাবণ ১৪৩১


লালমোহনে সড়কের পাশে শিম চাষে কৃষকের সাফল্য


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৭৯

জাহিদ দুলাল, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশে শিম চাষ করে সফলতা পেয়েছেন চার কৃষক। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাসিয়া এলাকায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় ১ হাজার মিটার জমিতে বারী-১ সহ অন্যান্য উপজাতের শিম চাষ করেন তারা। এই চার চাষী হলেন ওই এলাকার মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ আলম, মো. আলমগীর ও মো. জেবল হক সর্দার। তাদের চাষ করা গাছগুলোতে এখন থোকায় থোকায় দুলছে শিম। সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার টাকার শিম বিক্রি করেছেন চাষীরা।
সড়কের পাশে চাষ করা শিম চাষী জাহাঙ্গীর, খোরশেদ আলম, জেবল হক সর্দার ও আলমগীর বলেন, সড়কের পাশে এসব জমিগুলো দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। তবে কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও জালের মাধ্যমে প্রথম বারের মতো সড়কের পাশে শিম চাষ শুরু করি। গাছগুলোতে এখন ব্যাপক পরিমান ফুল ও ফলন রয়েছে। আমরা এক একজন কৃষক এরই মধ্যে ৪-৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। গাছে এখনো যে পরিমান শিম ও ফুল রয়েছে শেষ পর্যন্ত এক একজনে তা প্রায় ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। প্রথমবার হলেও এবছর আমরা ভালো ফলন পেয়েছি। সামনের বছর আমরা জমির পরিমান আরো বৃদ্ধি করে চাষাবাদের পরিমান বাড়াবো।
স্থানীয় বাসিন্ধা মো. সুমন, নুর ইসলাম ও স্কুল শিক্ষক ইয়াছিন জানান, আমরা বছরের পর বছর ধরে দেখেছি এই সড়কের পাশের জায়গাগুলো বন জঙলায় ঘেরা পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এবছর আমাদের এলাকার চারজন কৃষক সড়কের পাশে পরিত্যাক্ত জায়গাগুলোতে শিমের চাষ করেছেন। তাদের গাছগুলোতে অধিক পরিমানে শিম রয়েছে। এতে তারা ব্যাপক লাভবান হবে বলে আমরা আশা করছি। একই সঙে আমরা স্থানীয়রা কমদামে টাটকা সবজি কিনতে পারছি।
 এবিষয়ে লালমোহন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমাদের লক্ষ কোন জমি যেন অনাবাদি না থাকে। সে লক্ষে এ বছর উপজেলার পাঙাসিয়া গ্রামের চার কৃষককে দিয়ে সড়কের পাশে পরিত্যাক্ত জমিতে শিম চাষে উদ্ধুদ্ধ করেছি। যার জন্য এসব কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, জাল ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা আমাদের পরামর্শ মোতাবেক শিম চাষ করে প্রথম বারেই সফল হয়েছেন।
এই উপসহকারি কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। আগামীতে ও কেউ যদি এরকম ভাবে শিমচাষ করতে আগ্রহী হন, তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।     





ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

আরও...