বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৮
২২০
লন্ডনের হাউস অফ কমন্স সভার দুই সদস্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিইআইসি) এবং বাংলাদেশের বন্ধু যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সদস্য শেখ হাসিনাকে পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা পৃথক বার্তায় তারা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তাঁর সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।
বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারী গ্রুফ জানিয়েছে, লন্ডনের সাউথ হল হাউস অফ কমন্সের ইলিং-এর পার্লামেন্ট সদস্য এবং ভাইস-চেয়ার বীরেন্দ্র শর্মা ১২ জানুয়ারি শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘নির্বাচনে জয়ী হওয়ায় আমি আপনাকে লিখিতভাবে অভিনন্দন জানাতে চাই।’
তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে এবং অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন নির্বাচনে আপনার জয়লাভ তারই প্রমাণ।’
শর্মা বলেন, তার নিজের নির্বাচনী এলাকা ইলিং সাউথহলে প্রবাসী বাংলাদেশী সদস্যদের নেতৃত্বের অনেক সাফল্যের গল্প রয়েছে এবং সেই সংযোগগুলো দেশগুলোকে দৃঢ়ভাবে একত্রিত করা অব্যাহত রেখেছে।
শর্মা আরো বলেন, গত বছরের শেষ দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বিষয়ে কথা বলা ছিল সম্মানের বিষয়।
তিনি বলেন, ‘বাংলাদেশের সাফল্যের জন্য আপনি যে পরিকল্পনা করেছেন সে সম্পর্কে আমি শোনার অপেক্ষায় আছি এবং ঐতিহাসিক পঞ্চম মেয়াদে আপনার শুভকামনা করছি।’
লন্ডনের হাউস অব কমন্সের পিটারবোরোর সংসদ সদস্য পল ব্রিস্টো শেখ হাসিনাকে লেখা আরেক চিঠিতে বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে লিখেছেন।
ব্রিস্টো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধান হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।’
চিঠিতে বলা হয়েছে, এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হিসেবে আপনার নেতৃত্বে সরকার বাংলাদেশের জন্য ফলাফল বয়ে আনছে এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি হচ্ছে।
তিনি বলেছেন, ‘আপনার ব্যবসা-বান্ধব নীতি এবং বিনিয়োগ অবকাঠামোর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সঠিক পরিবেশ বিরাজ করেছে।’
পল ব্রিস্টো বলেন, এই টেকসই প্রবৃদ্ধি আপনার জনগণের সম্পদ এবং শান্তিতে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। এই রেকর্ডের কারণে আপনার অবিশ্বাস্যভাবে গর্বিত হওয়া উচিত।
তিনি বলেন, ‘বিশ্বের সাথে আপনার অব্যাহত সম্পৃক্ততা বাংলাদেশের বিশ্ব বাণিজ্যের প্রভাবশালী নেটওয়ার্ককে প্রসারিত করবে।’
তিনি উল্লেখ করেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে আপনার সরকারের সহানুভূতি ও মানবিক নেতৃত্ব অব্যাহত রয়েছে।
ব্রিস্টো বলেছেন, ‘আমি আশা করি, কিছু দিনের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে তাদের নিজ দেশে যেতে দেয়া হবে।’
পল বলেছেন, ‘আবারও আপনার পুননির্বাচনের জন্য অভিনন্দন এবং আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক গভীর করতে আপনার সাথে কাজ চালিয়ে যেতে অপেক্ষায় আছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা অপর এক চিঠিতে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মারল্যান্ড অফ ওডস্টক বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাধারণ নির্বাচনে আপনার সাম্প্রতিক বিজয়ের জন্য আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
মারল্যান্ড আরো লিখেছেন, ‘আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের যে বিশ্বাস ও আস্থা রয়েছে আপনার পুননির্বাচন তারই প্রমাণ। আপনার দূরদর্শী নেতৃত্ব শুধু স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনেনি বরং বিশ্ব মঞ্চে জাতির অবস্থানকেও জোরদার করেছে।’
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আত্মবিশ্বাসী কারণ, আপনার ক্রমাগত নির্দেশনায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখবে। আমরা আশাবাদী ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা, উদ্ভাবন প্রচার এবং টেকসই উন্নয়ন অগ্রগতি আপনার প্রতিশ্রুতি সিডব্লিওইআইসি’র উদ্দেশ্যগুলোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আপনার নীতির ইতিবাচক প্রভাব জাতি এবং দেশের জনগণ প্রত্যক্ষ করছে এবং সমর্থন দিচ্ছে।’
তিনি বলেন, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধির দিকে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনার প্রশাসনের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী।
মারল্যান্ড বলেন, ‘আবারও আপনার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। আমরা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার অব্যাহত সাফল্য কামনা করছি।’
১২ জানুয়ারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টি ফ্রেন্ডস অফ বাংলাদেশ-এর চিঠিতে হাওয়ার্ড দাবার চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার বলেন: যুক্তরাজ্যের লেবার পার্টি ফ্রেন্ডস অব বাংলাদেশ পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই।’
লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ হল যুক্তরাজ্যের লেবার পার্টির মধ্যে একটি গ্রুপ যা ব্রিটিশ বাংলাদেশীদের রাজনৈতিক ভূমিকা প্রচার করে। যুক্তরাজ্যের অভ্যন্তরে ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের সমর্থন করে এবং বাংলাদেশের সাথে সম্পৃক্ততা ও সমঝোতা করে।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আগামী বছরগুলোতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে এবং যুক্তরাজ্যের সিনিয়র সংসদ সদস্যদের নিজেদের অভিজ্ঞতা অর্জনের জন্য আরও বেশি করে বাংলাদেশ সফরের ব্যবস্থা করার জন্য অপেক্ষায় আছি।’
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের শুভকামনা করছি।
সুত্র বাসস
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু