অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শব্দ দূষণ রোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:৪০

remove_red_eye

২৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সরকারি কলেজে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব ও শিক্ষার্থীদের করনীয় বিষয় নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৮ নভেম্বর) দুপুরে ভোলা সরকারি কলেজের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। শব্দ দূষণে নিয়ন্ত্রনে সম্বনিত ও অশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় এই শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক এই প্রশিক্ষনের আয়োজনে করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইতিহাস বিভাগের প্রধান প্রফেসার অমিত পার্থ দাশ, ভূগল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহাবুব আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন,ভোলা সদর হাসপাতালের জুনিয়ার কনসালটেন্ট ডা: ইমতিয়াজ বেলাল।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন পরিবশে অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক মো: তোতা মিয়া। প্রশিক্ষনে কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, শব্দদূষণ শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশের পথে বাধার সৃষ্টি করছে। দেশ ও জাতি বঞ্চিত হচ্ছে বিকশিত প্রজন্ম পাওয়া থেকে,বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। তাদের মানসিক বিকাশের অন্তরায় শব্দদূষণ। সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ।মাত্রাতিরিক্ত শব্দদূষণে শ্রবন শক্তি লোপসহ উচ্চ রক্তচাপ,মাথাধরা,খিটখিটে মেজাজ,বিরক্তি বোধ, অনিদ্রা, হৃদ্যন্ত্রের সমস্যাসহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হয়। শব্দদূষণের প্রভাবে সর্বস্তরের মানুষ সাময়িকভাবে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কোনো ধরনের শব্দদূষণই মারাত্মকভাবে ক্ষতি করে গর্ভবতী মায়েদের। এতে সুস্থ অবস্থায় শিশুর জন্মগ্রহন বাধাগ্রস্ত হতে পারে। আবার শব্দদূষণ যত বেশি সময় ধরে চলে তার ক্ষতিকর প্রভাও তত বেশি হয়। দীর্ঘস্থায়ী শব্দদূষণের মধ্যে থাকলে একজন মানুষের শারীরবৃত্তীয় বৈকল্য ক্রনিক আকারে দেখা দিতে পারে। আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান। তাই শব্দ দূষণ সম্পর্কে সকলের সচেতন হওয়ার আহবান জানান। ########### ২ কলামে ছবিসহ ১ পাতায় ভোলায় মহিষ পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলায় চরাঞ্চলে সাসটেইনেবল এন্টার প্রাইজ মহিষ পালন উপ-প্রকল্পের সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা কর্মশালার আয়োজন করে। অবেলা ১২টায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ড, সদর উপজেলা ভেটিরিনারী সার্জন ডাঃ শাহিন মাহমুদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এ্যাডভোকেট বীথি ইসলাম, ,মাল্টিমিডিয়ায় মহিষ পালনে আধুনিকতার ছোয়ার বিষয়ে সংস্থার পরিচালিত নানা কর্মসুচির তুলে ধরেন ডাঃ তরুন কুমার পাল। বক্তব্য রাখেন সংস্থার উপ পরিচালক ডাঃ খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ডাঃ লেলিন মজুমদার। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ দুলাল মাতাব্বর, নাজিম হাওলাদার ও দুগ্ধজাত পন্য উৎপাদনকারী এন ইসলাম দধি ঘড়েরর প্রতিনিধি মোঃ মানসুর। এ অঞ্চলের মহিষ পালনে জলবায়ু সহিষ্ণু ও টেকসই উন্নয়নের জন্য প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন বক্তারা। প্রকল্পটির সরকারের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়ে দ্বীপ জেলার মহিষ পালন খাতের উন্নয়নে দৃস্টান্ত স্থাপন করেছে। তারই ফলে প্রকল্পের মাধ্যমে চরে ৪টি কিল্লা স্থাপন বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করে মহিষের জাত উন্নয়নে কাজ করে। এছাড়াও ভেদুরিয়া একটি প্রানী সেবা কেন্দ্র চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কর্মশালায় মহিষ খামারী, উদ্যোক্তা, মহিষ পালনকারী ,দুগ্ধপন্য উৎপাদনকারী প্রতিনিধি ও সাংবাদিকগন সহ শধাধিক প্রতিনিধি অংশ নেয়। ################ ################ ২ কলামে ছবিসহ ১ পাতায় লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ নিহত লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিউল্যাহ বেপারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ ওই এলাকার বেপারী বাড়ির বাসিন্দা। জানা যায়, সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করতে যান বৃদ্ধ মো. শফিউল্যাহ। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকায় ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি পাশে থাকা ওই বৃদ্ধের চাচাতো ভাই মাওলানা আনিসুল হক দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে বাঁশ দিয়ে ঠেলে বিদ্যুতের তার থেকে তাকে আলাদা করেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শফিউল্যাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ শফিউল্যাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...